পথ দুর্ঘটনায় মৃত্যু হল জ্বটেশর ২নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের INTTUC সংগঠনের টোটো ইউনিয়ন নেতৃত্বের।
জ্বটেশর : নিজস্ব সংবাদদাতা :বুধবার সকালে টোটো চালিয়ে শম্ভু সর্দার নামে ওই ব্যক্তি জ্বটেশর থেকে বীরপাড়ার উদ্যেশে যান।সেই সময় মাঝপথে ওভারটেক করতে গিয়ে একটি লরির ধাক্কায় আহত হন টোটো চালক শম্ভু সর্দার,পরে স্থায়ীরা তাকে আহত অবস্থায় তড়িঘড়ি বীরপাড়া হাসপাতালে নিয়ে গিলে সেখানে তার মৃত্যু হয় বলে জানান জ্বটেশর ২নং অঞ্চল INTTUC সভাপতি নির্ঝর দত্ত। তিনি তৃণমূল কংগ্রেসের INTTUC সংগঠনের জ্বটেশর ২নং অঞ্চলের টোটো ইউনিয়নের একনিষ্ঠ নেতৃত্ব হওয়ায় এদিন তার মরদেহ কাঁঠালবাড়ীর বাড়িতে নিয়ে আসলে জ্বটেশর ২নং অঞ্চল INTTUC পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি মৃত শম্ভু সর্দাকে পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় বলে তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে জানাযায়।