পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর
ময়নাগুড়ি, ১৪ মার্চ : ময়নাগুড়ি ধূপগুড়ি ৩১ ডি জাতীয় সড়কের রানীরহাট মোড় এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর । জানা গেছে সোমবার আনুমানিক সন্ধ্যা ৬ টা নাগাদ বাইকে চেপে এক ব্যক্তি ধূপগুড়ি থেকে ময়নাগুড়ির অভিমুখে আসছিলেন। সেই সময় সামনে আচমকা ষাঁড় গরু চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পরে যায় সেই ব্যক্তি। তৎক্ষণাৎ একটি লরি চলে আসায় তার উপর দিয়ে চালিয়ে দেয় বলে প্রত্যক্ষ দর্শীদের অভিযোগ। এই অবস্থায় দ্রুত খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশ এবং দমকলকে। দমকল ও পুলিশ এসে দ্রুত ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও ওই ব্যক্তির নাম জানা যায়নি। নাম পরিচয় উদ্ধারের চেষ্টায় রয়েছেন ময়নাগুড়ি থানার পুলিশ। এই ঘটনায় সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যায় জাতীয় সড়কে। যদিও পরে স্বাভাবিক হয় যান চলাচল।