পদকজয়ীর সংবর্ধনায় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্যা মিতালী দেবী ও রাজবংশী যুব মঞ্চ
নিউজ ডেস্ক,ধুপগুড়ি : গত ২৮ ডিসেম্বর ২০২১ বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড় সুজন মজুমদার সিনিয়র কুমিতে বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্যপদক জয়লাভ করেন ।
গতকাল সন্ধ্যায় বাড়ি ফেরেন পদকজয়ী সুজন মজুমদার । এদিন ফুলবাড়ি ও আমবাড়ি থেকে শুরু করে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্থান তাঁকে সম্বর্ধনা দেওয়া হয় । বানারহাট ব্লকের নাথুয়া থেকে শুরু হয় সম্বর্ধনা ও শোভাযাত্রা । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সদস্যা মিতালী রায় এবং রাজবংশী যুব মঞ্চের সদস্যরা ।
সুজনের সাফল্যে খুশির মেজাজে শোভাযাত্রায় নেচে ওঠেন কোচ কৈলাশ বর্মণ ।
কৈলাশ বর্মণ বলেন, “আমাদের উদীয়মান খেলোয়াড়দের মনোবল বাড়াতে এবং দেশের জন্য প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের জীবন রেখা নিশ্চিত করতে ।
আন্তর্জাতিক স্তরে পদকজয়ী খেলোয়াড়দের সরকার যদি কোনো একটি কর্মসংস্থানের সুযোগ করে দেয় । তবে একটা খেলোয়াড় আরো ভালো ভাবে খেলার প্রতি মনোযোগ দিতে পারবে ।”
সুজনের বাবা কমল মজুমদারও একই কথা বলেন, “ছেলের ভবিষ্যত নিশ্চিত নেই, সরকার যদি একটি সিভিক ভোলেনটিয়ারের চাকরিও দেয়, তবু ভবিষ্যতে সংসারের ভরসা হয়ে থাকবে ।”