পদ্মশ্রী পাচ্ছেন ধনীরাম টোটো
নিজস্ব সংবাদদাতা, মাদারিহাটঃ টোটো বা ডেঙপা ভাষার আবিস্কারক ধনীরাম টোটো। মাদারিহাটে ভারত ভূটান সীমানায় পাহাড়ি গ্রাম টোটোপাড়ায় বাস করেন। টোটো জনজাতির এই মানুষটির কৃতিত্ব আন্তর্জাতিক স্বীকৃতি পায়। তাঁর আবিস্কৃত টোটো ভাষার লিপিকে ইউনেস্কো স্বীকৃতি জানায়। পদ্মশ্রী সম্মান পাচ্ছেন এই খবর ছড়িয়ে পড়তেই তাঁর ফোনে আসতে শুরু করে অভিনন্দনের বন্যা। বহুবার তাঁকে ফোন করে তাঁর অভিব্যাক্তি জানতে চাওয়ার চেষ্টা করা হয়। ফোন ব্যস্ত থাকায় খবর লেখা পর্যন্ত তাঁর সঙ্গে কথা বলা যায়নি। ধনীরাম বাবুর পদ্মশ্রী সম্মান পাওয়ার খবরে উত্তরবঙ্গ ও অসম জুড়ে খুশির হাওয়া বইতে শুরু করে। তাঁর প্রিয় বন্ধু কুমারগ্রামের সুশীল রাভা অত্যন্ত খুশি হয়ে বলেন, “আজ পরম গৌরবের দিন, তবে অনেক আগেই পাওয়া উচিত ছিল। তবে দেরিতে হলেও তিনি রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হচ্ছেন এটি আমাদের গর্বের।”