পনেরো তারিখের মধ্যে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে RT-PCR মেশিনে করোনা পরীক্ষা শুরু করবে স্বাস্থ্য দপ্তর

উত্তর দিনাজপুর : আগামী ১৫ তারিখের মধ্যে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে RT-PCR মেশিনের সাহায্যে করোনা পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন কোভিড ১৯ অফিসার অন স্পেশাল ডিউটি (OSD) সুশান্ত রায়।
শুধু তাই নয়, কোভিড হাসপাতালগুলিতে করোোনা আক্রান্ত রোগীদের মানসিক চাপ কমাতে টেলিভিশন ও মনোরোগ বিশেষজ্ঞ থাকবেন।
আতঙ্কিত হবেন না করোনা নিজের ক্ষমতা হারাছে ভয়ের কিছু নেই উত্তরবঙ্গের বেশির ভাগ আক্রান্তদের উপসর্গ নেই তাই উত্তরবঙ্গের আক্রান্তদের শরীরে করোনা তার ক্ষমতা ধীরে ধীরে হারাচ্ছে বললেেন করোনা নিয়ে উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিশেষবিশেষ আধিকারিক ডাঃ সুশান্ত রায়।
উত্তরবঙ্গে ১০ তারিখ পর্যন্ত ৯৯৫ জন করোনা আক্রান্ত রোগী ছিলেন। তাঁদের মধ্যে তিন চারজন বাদে কারোরই কোনও উপসর্গ নেই।
আজ কোভিড ১৯ অফিসার অন স্পেশাল ডিউটি (COVID-19 OSD) সুশান্ত রায় সহ জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, পুলিশ সুপার সুমিত কুমার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান ছাড়াও এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অমল আচার্য, রায়গঞ্জ পুরসভার পুরপিতা সন্দীপ বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *