পরিচ্ছন্ন সপ্তাহ পালন ও ডেঙ্গু দমনে গাপ্পি মাছ বিতরণ

বিশ্বনাথ সিংহ,করনদিঘী: পরিচ্ছন্ন সপ্তাহ উপলক্ষে ও ডেঙ্গু দমনে উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লকের গ্রামীণ এলাকার জন্য গাপ্পি মাছ বিতরণ করা হলো ব্লক প্রশাসনের উদ্যোগে।ব্লকের ১৩টি গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্তব্যরত গ্রামীণ সম্পদ কর্মী বা ভিআরপিদের হাতে এ দিন গাপ্পি মাছ তুলে দেওয়া হয়।গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জলাশয়,নালা,নর্দমায় গাপ্পি মাছগুলি ছাড়া হয়।এছাড়া এলাকায় মাইকিং করে ডেঙ্গু বিষয়ে সচেতন ও লিফলেট বিলি করা হয়।লাহুতারা-২ গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট,সহায়ক ও প্রধান ছাড়াও পতঙ্গবাহিত রোগ নিরাময় সমীক্ষা দলের সুপারভাইজার গৌতম কুমার সিংহ ও অন্যান্য ভিআরপিরা এদিন উপস্থিত ছিলেন।পাশাপাশি পরিছন্নতা সপ্তাহ উপলক্ষে করনদিঘী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং এর নেতৃত্বে ব্লক চত্বরে ভিআরপিদের নিয়ে সাফাই অভিযান কর্মসূচি করেন।বিডিও নীতীশ তামাং পরিছন্নতা সপ্তাহ উপলক্ষে সকলকে বাড়ির ভেতর ও বাইরের চারপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখার কথা বলেন। এছাড়া যত্রতত্র ডাবের খোলা, টায়ার,ভাঙ্গা পাত্র,জল জমে এমন কোন পাত্র যাতে ছড়িয়ে রাখা জল না হয় সেদিকে নজর দেওয়ার কথা বলেন।বিডিও নীতীশ তামাং এর পাশাপাশি সিআই ময়ূখ চক্রবর্তী,উৎপল ঘোষ সহ ভিআরপিরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *