পরিতৃপ্তির আর এক নাম সমাজ সেবা

নিউজ ডেস্ক, শিলিগুড়ি: সমাজসেবা এক অন্যরকম নেশা যেই নেশা করলে খ্যতি হয় না সেই নেশা করলে পাওয়া যায় মানুষের ভালোবাস এবং আশীর্বাদ। এবারে শিলিগুড়ি শহরের বয়স 19 এর এক যুবক রাজকুমার সরকার সমাজ সেবা করে MAGIC BOOK OF RECORDS এ নিজের নাম নথিভুক্ত করলো। জানা গিয়েছে তিনি শিলিগুড়ি শহর লাগোয়া পোড়াঝার এলাকার বাসিন্দা বিগত 1 বছর আগে শুরু হয় তাদের গরীব মানুষের মাঝে খাবার সামগ্রি বিলি থেকে শুরু করে বস্ত্র বিতরণ, রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির এছাড়াও বিভিন্ন রকমের কাজ তারা করে থাকে তারপর মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে করতে তিনি আজ এই রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছেন। রাজকুমার সরকার বলেন যে আমরা বিভিন্ন ধরণের সমাজ সেবামূলক কজ করে থাকি সেই ভালো কাজেরই ফল হয়তো এই সন্মান, আমি ধন্যবাদ জানাতে চাই শিলিগুড়ির আপামর জনসাধারণ এবং শিলিগুড়ি যুব ফেডারেশনের টিম কে তাদের ভালোবাস এবং সহযোগিতা ছাড়া হয়তো এটা সম্ভব হতো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *