পরিদর্শনে এলেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
অপু দেবনাথ, হলদিবাড়ি: বৃহস্পতিবার হলদিবাড়ি বাংলাদেশ চিলাহাটি রেল রুট পরিদর্শন এলেন ভারতের নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হোসেন।
এদিন সকালে কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমান বন্দরে এসে পৌঁছান তিনি । এর পর সড়কপথে ময়নাগুড়ি, চ্যাংড়াবান্ধা , মেখলিগঞ্জ, বেলতলী জয়ীসেতু হয়ে হলদিবাড়ি স্টেশনে এসে পৌঁছন তিনি।সঙ্গে ছিলেন কমার্শিয়াল সেক্রেটারি মহম্মদ শামসুল আরিফ।
এদিন হলদিবাড়িতে আসার পর সেখানে তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান মেখলিগঞ্জ মহাকুমা শাসক রামকুমার তামাং, হলদিবাড়ি থানার আইসি ডিজি ভুটিয়া সহ হলদিবাড়ি ব্যবসায়ী সমিতির সদস্যরা।
এরপর সেখান থেকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা পরিদর্শনে যান তিনি। ঘুরে দেখেন সীমান্ত এলাকা সহ কাঁটাতারের বেড়ার ভিতরে থাকা ভারতের জিরো পয়েন্ট এলাকা । কথা বলেন বিএসএফ আধিকারিকদের সঙ্গে । বিএসএফ আধিকারিকদের তরফে তাকে সংবর্ধনা জানানো হয় এরপর জয়ী সেতু হয়ে মেখলিগঞ্জ তিন বিঘার উদ্দেশ্যে রওনা দেন তিনি।