পরিদর্শনে নোডাল অফিসার
মহম্মদ রাসেল, ক্রান্তি: ১লা ফেব্রুয়ারী থেকে ১৫ ই ফেব্রুয়ারী রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও পৌরসভা এলাকায় শুরু হয়েছে পাড়ায় সমাধান কর্মসূচি।সেই মতো বৃহস্পতিবার ক্রান্তি ব্লকের চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত ধনতলা জুনিয়ার হাই স্কুলে পাড়ায় সমাধান বসেছে।পাড়ায় সমাধান কর্মসূচি পরিদর্শন করলেন রাজ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ও দুয়ারে সরকার রাজ্যে নোডাল অফিসার সুব্রত গুপ্ত ।পাড়ায় সমাধান ক্যাম্পে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর পক্ষ থেকে লোকগীতি ও আদিবাসী নৃত্য পরিবেশ করা হয়।ক্যাম্পে রাস্তা, পানীয় জলের সমস্যা,বিদ্যুৎ,নিকাশি ব্যবস্থা,সেচের জল, স্বাস্থ্য পরিকাঠামো জন্য আবেদন পত্র গ্রহণ করা হয়।ক্রান্তি বি ডি ও প্রবীর কুমার সিংহ উদ্যোগে পাড়ায় সমাধান ক্যাম্পে মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ পরীক্ষা,রেশন কার্ড আঁধার লিংক, ভ্যাকসিন দেওয়া হয়।স্বনির্ভর গোষ্ঠীর পুরুষ দল গঠনের উদ্যোগ নিতে ক্যাম্পে প্রচার করা হয়।রাজ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ও দুয়ারে সরকার রাজ্যে নোডাল অফিসার সুব্রত গুপ্ত মহাশয় আবেদন পত্র কাউন্টার খোঁজ নেন জনগন কে সঠিক পরিষেবা দেওয়া হচ্ছে কি না ।তিনি জানালেন পশ্চিমবঙ্গ সরকারের সারা রাজ্যে পাড়ায় সমাধান ক্যাম্প চলছে আজকে ক্রান্তি ব্লকের ধনতলা জুনিয়ার হাই স্কুলে ক্যাম্পে ব্যবস্থাপনা খুব ভালো লাগলো,তিনি ক্রান্তি বি ডি ও প্রশংসা করলেন।কৃষি প্রধান এলাকা হওয়ায় তিনি হটিক্যাচার দপ্তর থেকে কৃষকদের সহায়তা করতে সচেষ্ট হবেন বলে জানালেন।রাজ্য পাড়ায় সমাধান নোডাল অফিসার সুব্রত গুপ্ত ছাড়াও পরিদর্শনে ছিলেন জেলা পাড়ায় সমাধান নোডাল অফিসার রিচার্ড লেপচা,ক্রান্তি বি ডি ও প্রবীর কুমার সিংহ,ব্লক নোডাল অফিসার সঞ্জীব সরকার।