পরিদর্শনে মমতাজ

নিউজ ডেস্ক, জলপাইগুড়ি:পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু কমিশন দপ্তরের আর্থিক আনুকূল্যে নির্মিত জলপাইগুড়ি জেলার কাজগুলি পরিদর্শন করলেন রাজ্য সংখ্যালঘু কমিশন দপ্তরের কমিশনার ডক্টর মমতাজ সংঘমিত্রা। সেইমতো এদিন ক্রান্তি ব্লকের কাঠামবাড়ি মাজার শরীফ প্রাঙ্গণে রাজ্য সংখ্যালঘু আর্থিক আনুকূল্যে নির্মিত ৭০ লক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি হল এবং ভবনটি পরিদর্শন করলেন। উল্লেখ্য, ২০২১ সালের ২৬ শে নভেম্বর হলঘরটি শুভ উদ্বোধন হয়েছিল। এই বিষয়ে রাজ্য সংখ্যালঘু কমিশনের কমিশনার ডক্টর মমতাজ সংঘমিত্রা জানালেন, জলপাইগুড়ি জেলায় সংখ্যালঘু দফতরের উদ্যোগে যাবতীয় কাজকর্ম কিরকম হয়েছে এবং কি সমস্যা রয়েছে সেই বিষয়গুলি স্বচক্ষে দেখতে আজকেই আমাদের পরিদর্শন এবং জেলা সংখ্যালঘু দপ্তরের কাজকর্মে তিনি সন্তোষ প্রকাশ করলেন। এদিকে সংখ্যালঘু দপ্তরের নির্মিত কমিউনিটি হল টি তদারকি করার জন্য কাঠাম বাড়ি মাজার সোসাইটি দায়িত্ব দেওয়া হয়েছে। মাজার কমিটির সোসাইটি পক্ষ থেকে কমিউনিটি হল ঘরটির চতুর্দিকে সীমানা প্রাচীর নির্মাণের জন্য আবেদন করা হয়। এ বিষয়ে বি,ডি, ও প্রবীর কুমার সিনহা মাজার সোসাইটিকে সীমানা প্রাচীর নির্মাণের আশ্বাস দিয়েছেন। এদিন ডক্টর মমতাজ সংঘমিত্রা ছাড়াও পরিদর্শন টিমে ছিলেন জেলার সংখ্যালঘু দপ্তর আধিকারিক গন, ক্রান্তি ভিডিও প্রবীর কুমার সিনহা,রাজা ডাঙ্গা অঞ্চল প্রধান আব্দুল মোতালেব, পঞ্চায়েত সদস্য মিন্টু রায়, অসিত সূত্রধর, আপতাবুল আলম , মাজার কমিটির সম্পাদক আফসার আলী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *