পরিযায়ী শ্রমিকের বাবার মৃত্যুতে শোকের ছায়া এলাকায়
সুব্রত রায়,ধূপগুড়ী: পরিযায়ী শ্রমিকদের আরো একটি ভয়াবহ দৃশ্য দেখতে হল । পরিযায়ী শ্রমিক ছেলেকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে শুনে অস্থায়ী তাঁবু তৈরি করে সেখানে ইলেকট্রিক সংযোগ দিতে গিয়ে ইলেকট্রিক শক লেগে প্রাণ হারালেন বাবা। জানা গেছে, ধুপগুড়ি ব্লকের মধ্যখট্টিমারি এলাকার বাসিন্দা সুদারু অধিকারী এলাকায় সৎ ব্যক্তি বলেই পরিচিত । আজকে তার ছেলে সত্যেন অধিকারী কেরালা থেকে বাড়ি ফিরেছে। সরকারি নিয়মে কেরালা থেকে বাড়ি ফিরলে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে । কিন্তু সেরকম ব্যবস্থা যে নেই সুদারু অধিকারীর বাড়িতে। তাই ছেলে সত্যেন অধিকারীর জন্য অস্থায়ী তাঁবু তৈরি করে সেখানে সন্ধ্যা নাগাদ ইলেকট্রিক সংযোগ দিতে গিয়ে ইলেকট্রিক শক লেগে যায় বাবা সুদারু অধিকারীর । হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সুদারু অধিকারী (৫০)। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে এলাকায়।