পরিযায়ী শ্রমিক নিয়ে চলা বাসের চালক আক্রান্ত হলেন গ্রামবাসীদের হাতে

সংবাদদাতা, মেখলিগঞ্জ: পরিযায়ী শ্রমিকদের নিয়ে খড়িবাড়ি থেকে কোচবিহারে যাওয়ার পথে বৃহস্পতিবার রাত ১২ টা নাগাদ মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধা নাকা চেকিং পয়েন্টে স্থানীয় বাসিন্দাদের হাতে এক সরকারি বাস চালকের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই চালক পরিযায়ী শ্রমিক নিয়ে কোচবিহারের অভিমুখে যাওয়ার সময় চ্যাংড়াবান্ধা নাকা চেক পোষ্টে গাড়ি থামায়। এর পর ওই বাস চালক প্রকৃতির ডাকে সাড়া দিতে পার্শ্ববর্তী জঙ্গলে প্রবেশ করে। এতে স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে সেই বাস চালককে বেধড়ক মারধর ও মাথা ফাটিয়ে দেয়। এর পর অন্যান্য বাসের চালকরা তা দেখে তড়িঘড়ি ওই চালককে প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করান। সেখানেই তার চিকিৎসা চলছে। ওই বাস চালকের নাম নিবারন কর্মকার। বাড়ি বালুরঘাটে। শুক্রবার দিন সকালে ওই আহত বাস চালকের খোঁজ খবর নিতে হাসপাতালে পৌঁছান এন বি এস টি সি এর ভাইস চেয়ারম্যান অর্ঘ্য রায় প্রধান। ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন বিভিন্ন মহল। যেখানে পরিবার পরিজন ছেড়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই বাস চালকরা পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিচ্ছেন, সেখানে এ ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। জরুরী পরিসেবার সাথে যুক্ত ব্যাক্তিদের সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন এন বি এস টি সির ভাইস চেয়ারম্যান অর্ঘ্য রায় প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *