পরিযায়ী শ্রমিক লাক খাবার দিল বিপ্লবী আজাদী সংঘ
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: পরিযায়ী শ্রমিক লাক খাবার দিল বিপ্লবী আজাদী সংঘ। সংঘের কর্ণধর পঙ্কজ বর্মন, তাপস বর্মন কন গোপালপুর অঞ্চলের এটে ৬ টা হোম কোয়ারেন্টাইনে থাকা পরিযায়ী শ্রমিক লাক খাবার দিলি। শ্রমিক লা ভিন রাজ্য থাকি আসি হোম কোয়ারেন্টাইনত আছে, ইমার এলা কাজ কামাই নাই, তার জৈন্যে আজি সংঘের পক্ষ থাকি খাবার দিলি আর ভবিষ্যতেও দিমো। খাবার পায়া খিব খুশি হোম কোয়ারেন্টাইনে থাকা পরিযায়ী শ্রমিকলা।