পর্যটকদের কথা ভেবে বৈঠক করল প্রশাসন
এম ডি রাসেল, ক্রান্তি: শনিবার সন্ধ্যায় ক্রান্তি ব্লকের লাটাগুড়ি নেতাজী ক্লাবে লাটাগুড়ি এলাকার টোটো চালকদের নিয়ে সভা করলেন ক্রান্তি ব্লক ও লাটাগুড়ি অঞ্চল প্রশাসন । ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় জানালেন যে লাটাগুড়িতে অনেক পর্যটক আসেন ,পর্যটকদের সার্বিক সহযোগিতা করতে টোটো চালকদের ভূমিকা রয়েছে, যানজট থেকে শুরু করে পর্যটকদের সাথে সুব্যবহার , সঠিক ভাড়া নেওয়া।আমরা শনিবার টোটো চালকদের সে বিষয় গুলি নিয়ে আলোচনা করলাম। লাটাগুড়ি প্রধান জগবন্ধু সেন বলেন টোটো চালকদের আমরা বায়োডাটা সংগ্রহ করে অঞ্চলের পক্ষ থেকে একটা টোটো চালকদের রেজিস্ট্রেশন মতো করে চালানোর অনুমতি দিব এবং কি পর্যটকদের ও সাধারণ মানুষের টোটো চালকদের দ্বারা হয়রানি হতে না হয় সে বিষয়ে গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে সচেতন করা হবে। সভাপতি পঞ্চানন রায় ছাড়াও ছিলেন ক্রান্তি বিডিও প্রবীর কুমার সিংহা, মাল ট্রাফিক ওসি এবং ক্রান্তি ফাঁড়ি ওসি সুব্রত গুন,লাটাগুড়ি প্রধান জগবন্ধু সেন, পূর্ত কর্মাধ্যক্ষ আফিজুদ্দিন আহমেদ প্রমুখ।