পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পগুলো প্রচার গৌরহন্ডে
আব্দুল ওহাব, মালদা: গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ,মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মাননীয়া মৌসম নূর এর নেতৃত্বে, আজকে মালতিপুর বিধানসভার অন্তর্গত গৌরহন্ড অঞ্চলে দলনেত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্পগুলি প্রচার কর্মসূচি উক্তকর্মসূচিতে উপস্থিত ছিলেন আব্দুররহিমবক্সিমহাশয়প্রাক্তনবিধায়ক তথাকো অর্ডিনেটর_উপস্থিত উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক তথা মালদা জেলা আদিবাসী সেলের সভাপতি মাননীয় চুনিয়া মুর্মু মহাশয় উপস্থিত ছিলেন চাঁচল ২ ব্লক সভাপতি হাবিবুর রহমান সাহেব আরো অনেকেই সর্বপরি তৃণমূল কংগ্রেসের সৈনিক নেতৃত্ব বৃন্দ।