পশ্চিম নারারথলিত রাস্তার নির্মাণকাজের সূচনা করিল জেলা পরিষদের সভাধিপতি

দেবাশীষ রায় , কামাখ্যাগুড়ি , ১৪ মার্চঃ সোমবার দুপুরে কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম নারারথলি এলাকাত রাস্তার নির্মাণ কাজের সূচনা করিল আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস (সরকার)। জানা গেইছে, পশ্চিম নারারথলির বামনিয়া এলাকা থাকি ঘোড়ামারা চৌপথী সংলগ্ন পর্যন্ত ২৯০০ মিটার ওই রাস্তা নতুন করি তৈরি করা হবে। এদিন ফিতা কাকি রাস্তার নির্মাণ কাজের সূচনা করিলেক সভাধিপতি। সভাধিপতি ছাড়াও হাজির আছিল কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দুলাল দে, কামাখ্যাগুড়ি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অলেন ঠাকুর, উপপ্রধান মায়া কুণ্ডু সহ অন্যান্যলা। জানা গেইছে, আলিপুরদুয়ার জেলা পরিষদের উজ্জোগ’ত প্রায় সাড়ে ৩২ লক্ষ টাকা খরচ করি রাস্তাটা তৈরি করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরি গুরুত্বপূর্ণ ওই রাস্তাটা বেহাল দশা। তার বাদে ওই রাস্তা দিয়া চলাচল করিবার যায়া চরম দুর্ভোগের শিকার হয় সাধারণ মানষিলা। রাস্তাটা নতুন করি নির্মাণের দাবিত বিতা ১৮ নভেম্বর পশ্চিম নারারথলিত পথ-অবরোধ করি বিক্ষোভ দেখায় এলাকার মহিলাগিলা। স্থানীয় বাসিন্দাগিলার দাবিক মান্যতা দিয়া আগেয়া আইসে অলিপুরদুয়ার জেলা পরিষদ। জেলা পরিষদের সভাধিপতির হাত ধরি এদিন ওই রাস্তাটার নির্মাণকাজের সূচনা হইল। ইয়ার বাদে খুশি এলাকার বাসিন্দালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *