পাঁপড় ভাজা নিয়ে উত্তেজনা ছোট সুজাপুর এলাকায়
নিউজ ডেস্ক,মালদা: ধর্মীয় জালসায় পাপড় ভাজা নিয়ে গন্ডগোলের জের। বাড়িতে ঢুকে একই পরিবারের পাঁচজনকে বেধড়ক মারধর করার অভিযোগ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার ছোট সুজাপুর এলাকায়। জানা গেছে শুক্রবার রাত্রে কালিয়াচক থানার সুজাপুর এলাকায় এক ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছিল। সেখানে পাপড় ভাজা নিয়ে মদ্যপ কয়েকজন যুবকের সাথে গন্ডগোল হয়, আক্রান্ত রুকসেনা বেওয়ার ভাইয়ের ছেলের সাথে। অভিযোগ এই গন্ডগোলের জেরে শনিবার সকালে সাত থেকে আট জন তাদের বাড়িতে এসে চড়াও হয়। লাঠি সোটা এবং হাঁসুয়া দিয়ে মারধর করা হয় তাদের পরিবারের পাঁচজনকে। ঘটনায় রুকসেনা বেওয়া, রেবিনা বিবি, সারিফুল সেখ সহ মোট পাঁচ জন আহত হয়। এই ঘটনার পর আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। এই ঘটনায় কালিয়াচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।