পাইপ ফেটে পানীয় জলের অপচয় হেমকুমারীতে
বিষ্ণুপদ রায়,হলদিবাড়ি: হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাঁস পুকুর থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার রাস্তার পাশেই দুটো জায়গায় পাইপ ফেটে পানীয় জলের হচ্ছে ।পাইপের ফেটে যাওয়া অংশ মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাঁসপুকুর থেকে দেওয়ানগঞ্জ বাজার যাওয়ার রাস্তার পাশেই দুটো জায়গায় বেশকিছু দিন আগে। সেখানে দুটো পুকুরের মধ্যে পানীয় জল জমছে প্রতিদিন। জমা জলের পোকামাকড় ওই পাইপ দিয়ে ভিতরে ঢুকে পড়েছে ফলে পেটের রোগের আশঙ্কা করছেন স্থানীয়রা। পাইপ ভেঙ্গে যাওয়ায় ট্যাপকল গুলিতে জলের চাপ কমে গিয়েছে। বেশির ভাগ জল পাইপ দিয়ে বেরিয়ে যাচ্ছে ।শীঘ্রই পাইপ মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মিরাজ সরকার ও বাদল রায় বলেন, জলের অপচয় বন্ধে শীঘ্রই পাইপ মেরামত করা দরকার। হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রথমি রায় বলেন, ভাঙ্গা পাইপটি খুব শীঘ্রই মেরামত করা হবে।