পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে এক যুবককে গলায় চাকু মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে
মালদা-পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে এক যুবককে গলায় চাকু মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার মোথাবাড়ি থানার ছবি পাড়া এলাকায়। আক্রান্ত যুবকের নাম শহিদুল ইসলাম বয়স (২৭)বছর। বাড়ির মালদা জেলার মোথাবাড়ি থানার জোত মনসা এলাকায়। অভিযুক্ত আবু তালেব শেখের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বিগত কয়েক মাস আগে সাড়ে তিন লক্ষ টাকা ধার নিয়েছিল অভিযুক্ত আবু তালেব শেখ শহিদুল এর কাছে বলে জানা যায়। সেই টাকা আজ দেওয়ার কথা ছিল আবু তালেব শেখের। টাকা দেওয়ার জন্য মোথাবাড়ি থানার ছবি পাড়ায় এলাকায় ডাকে শহিদুল ইসলামকে। এরপর শহিদুল ইসলাম টাকা গোনার সময় পিছন দিক থেকে শহিদুল কে চাকু মারে অভিযুক্ত আবু তালেব শেখ। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আক্রান্ত যুবককে। ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।