পাকা রাস্তার দাবি উঠছে পুঁটিমারীতে

সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: দেশ স্বাধীন হওয়ার পরেও পাকা রাস্তার মুখ দেখেনি বাসিন্দারা। ভোট এলেই নেতাদের আনাগোনা বাড়ে, সঙ্গে বাড়ে পাকা রাস্তা তৈরি করার প্রতিশ্রুতির বহর। প্রতিশ্রুতি থেকে বাদ যায় না শাসক বিরোধী দল গুলো। কিন্তু এত প্রতিশ্রুতি সত্ত্বেও বাসিন্দাদের ভোগান্তি কমছে না আক্ষেপ করেন স্থানীয় বাসিন্দা তাপস বর্মন এবং প্রসেনজিৎ বর্মনেরা। তাদের অভিযোগ বারংবার স্থানীয় জনপ্রতিনিধিদের পাকা রাস্তার কথা বললেও কোন কাজেই হয়নি। বরং ভোগান্তি বেড়েছে। স্থানীয় সূত্রে খবর, মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের চাটামপাড়া মোড় থেকে পুঁটিমারী হয়ে গেন্দুগুড়ির রাস্তাটি সাড়ে তিন কিলোমিটার। বামফ্রন্টের আমলে গ্রাভেল করা হয়। মাঝে মাঝে নাম মাত্র সংস্কার করা হয় বলে অভিযোগ। কিন্তু এখন পথ চলাই দুস্কর। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগ সবথেকে বেশি হয়। অপরদিকে এলাকাটি কৃষি নির্ভর হওয়ায় ভারী গাড়ি চাপ বেড়েছে। ফলে রাস্তায় খানা খন্দে ভর্তি। এই রাস্তা দিয়ে মাথাভাঙ্গা শহর কেবলমাত্র ১২ কিমি দূরে এবং নয়ারহাট, কেদারহাট, গোপালপুর সহ হাজরাহাট গ্রাম পঞ্চায়েতের হাজারো মানুষ নির্ভরশীল বলে খবর। এলাকার বিজেপি শক্তি প্রমুখ অশোক রায় বসুনীয়া জানান, বামফ্রন্ট এবং তৃনমূল সরকার এই রাস্তাকে পাকা করার কোন উদ্যোগ নেয়নি। বিজেপি সরকার গঠন করলে প্রথমেই এই রাস্তাকে পাকা করা হবে। অন্যদিকে এলাকার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃনমূল ব্লক সাধারণ সম্পাদক মজিরুল হোসেন জানান রাস্তাটিকে পাকা করার জন্য কাগজ পত্র জমা করা হয়েছে। অনুমোদন এলেই পাকা করার কাজ শুরু করা হবে। কবে পাকা হবে সেদিকে তাকিয়ে রয়েছে দুই গ্রামের বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *