পাকিস্তানি ড্রোনক গুলি করি নামাইল বিএসএফ

নিউজ ডেস্ক: লাদাখ নিয়া চীন-ভারত কাজিয়া আছে কে, তার উপুড়া জম্মু কাশ্মীরত অশান্তির কানা ঘুষা। বিএসএফ গুলি করি নামাইলেক পাকিস্তানি ড্রোন। ঘটনা টা ঘটিচে রাঠুয়া গ্রামের আন্তর্জাতিক সীমান্তত। শনিবার ভোর ৫:১০ টাত ড্রোন টাক গুলি করি নামাইছে। জানা গেইচে, ড্রোন থাকি এম-৪ রাইফেল, ২ টা ম্যাগাজিন, ৬০ রাউন্ড বুলেট আর ৭ টা গ্রেনেড উদ্ধার হৈছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *