পাগলিমারী প্রাইমারি বিদ্যালয়ের মাঠে ৭৮ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় ।
শীতলকুচি : মঙ্গলবার দুপুর বারোটার দিকে শীতলকুচি ব্লকের লালবাজার অঞ্চলের অন্তর্গত পাগলিমারী প্রাইমারি বিদ্যালয়ের মাঠে ৭৮ নম্বর বিএসএফ ব্যাটেলিনের উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।। জানা যায় সীমান্তবর্তী পাঁচটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনায় আগ্রহী করে তোলার জন্য এবং পড়াশোনার উন্নতির জন্য এছাড়াও সীমান্তবর্তী এলাকার মানুষের সঙ্গে বিএসএফের সংযোগ বৃদ্ধির জন্য সীমান্তবর্তী এলাকার মানুষদের বিনামূল্যে পালনযোগ্য মৌমাছি প্রদান করা হয়। এছাড়াও এলাকার যুবকদের উৎসাহিত করার জন্য বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন ৭৮ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের কমান্ডো তরুণ ভার্মা সহ অন্যান্য বিয়েসেবাধিকারীরা।

