পাচারের আগত পাঁচজন বাংলাদেশী বেটিছাওয়া সদে তিনজন পাচারকারীক গ্রেফতার করিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ
শিলিগুড়ি : গোপন সূত্রের খবরের ভিত্তিত শিলিগুড়ি এনজেপি স্টেশনের কাছাকাছি এলাকা থাকি পাঁচজন বাংলাদেশী বেটিছাওয়া সদে তিনজন পাচারকারীক গ্রেফতার করিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। পুলিশ সূত্রে জানা গেইছে, শনিবার এই পাঁচ জন বেটিছাওয়াক নিয়া ঢাকা থাকি রওনা হয় তিন পাচারকারী। উত্তর দিনাজপুর জেলার দোমোহনা এলাকার ভারত-বাংলাদেশ সীমানা দিয়া এই পাঁচজন বেটিছাওয়া ভারতত প্রবেশ করে। সেইঠে থাকি উমারলাক পাচারকারীলা নিয়া আসে এনজেপি স্টেশনের বগলাবগলি এলাকাত। সেই সময় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের কাছত গোপন সূত্রে খবর আসে আরহ সেইঠে থাকিই উমারলাক গ্রেফতার করা হয়। পুলিশের সন্দেহ এই ঘটনার সাথত বড় কোন আন্তর্জাতিক পাচার চক্রের হাত আছে। তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচে বুলি জানা গেইছে।