পাট্টা বিতরণ

নিউজ ডেস্ক,জলপাইগুড়ি:সরকারি উদ্যোগে জমির পাট্টা হাতে পেয়ে দীর্ঘদিন থেকে খাস জমিতে বসবাসকারী মানুষদের দুশ্চিন্তা দূর হলো। বুধবার দুপুরে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি ও ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের যৌথ উদ্যোগে পাট্টা বিতরণ করা হয়। এদিন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির জলঢাকা মিটিং হলে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে ৯১ জনের হাতে পাট্টা তুলে দেওয়া হলো। উল্লেখ্য অনেকেই দীর্ঘদিন ধরে একটি জায়গায় বসবাস বা চাষাবাদ করলেও তাদের কাছে কোনো জমির কাগজপত্র ছিল না। যারফলে তারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন । তাই তাদের আবেদনের ভিত্তিতে সরকারিভাবে তাদের হাতে পাট্টা তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এদিন এই পাট্টা পেয়ে খুশি অনেকেই। তাদের অনেকেই ধন্যবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এরফলে তারা জমি সংক্রান্ত বিভিন্ন সুবিধা যেমন কৃষক বন্ধু প্রকল্প, বাংলা আবাস যোজনা, ইলেকট্রিক সংযোগ, ব্যাংক ঋণ সংক্রান্ত সুবিধা পেতে পারেন। আগামী দিনে ধূপগুড়ি ব্লকের আরও বেশকিছু মানুষের হাতে পাট্টা তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার, সহ সভাপতি দিপালি ভগৎ, ধূপগুড়ির বিডিও শঙ্খদীপ দাস, ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক জয়দীপ ঘোষ রায় সহ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *