পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় বাইক চালকের মৃত্যুর ঘটনায় জাতীয় সড়ক অবরোধ সোনাপুর এলাকায়
সুবল গোপ, উত্তর দিনাজপুর: পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় বাইক চালকের মৃত্যু। চরম উত্তেজনা রাস্তা অবরোধ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে প্রয়োজন বিশাল পুলিশ বাহিনী । এই মর্মান্তিক পথে দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা নাগাদ চোপড়া থানার সোনাপুর ওয়েল ইন্ডিয়া মোড়ে ৩১ নম্বর জাতীয় সড়কে । স্থানীয় সূত্রে জানা যায় হাপতিয়া গছ অঞ্চলের ধুমডাঙ্গির বাসিন্দা নুর আলম ( ৬০ ) সোনাপুর হাটে বাজার করে বাইকে করে বাড়ি যাচ্ছিলেন । সোনাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ওয়েল ইন্ডিয়া মোড়ে জাতীয় সড়ক পার হওয়ার সময় ইসলামপুর গামি একটি পাথর বোঝাই ডাম্পার সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যায় বাইক চালক নুর আলম । ঘাতক গাড়িটিকে পুলিশ আটক করেছে । মুহূর্তের মধ্যে খবর পেয়ে ছুটে আসে অসংখ্য গ্রামবাসী । শুরু হয়ে চরম উত্তেজনা ও পথ অবরোধ । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যান চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী।