পানিকাউরিতে তৃণমূলের ত্রাণ বিলি
রাম প্রসাদ মোদক, রাজগঞ্জ: পানিকাউরি অঞ্চলের আড়িপাড়া বুথের কনভেনার সঞ্জয় রায় তৃণমূল দলের সদস্য রজনী রায় এবং শ্যামল নেতৃত্বে ২৫০ জন দুস্থ মানুষকে সাড়ে ৪ কেজি চাল , ৩ কেজি বিভিন্ন ধরনের সবজি, মুসুর ডাল, সরিষার তেল, ইত্যাদি খাদ্য সামগ্রী তুলে দেন বিধায়ক খগেশ্বর রায়। উপস্থিত ছিলেন ব্লক কনভেনার লক্ষ মোহন রায়,পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় ,পঞ্চায়েত সদস্য অমল কুড়ি, প্রধান অলক রায় সহ উক্ত অঞ্চলের তৃণমূল দলের কর্মীবৃন্দ।