পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ
বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: পানীয় জলের দাবিতে কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের পারমেখলিগঞ্জ জাতীয় সড়কের পথ অবরোধ করেন স্থানীয় জনগন। এলাকাবাসীর অভিযোগ ২ বছরের ও বেশি সময় ধরে পাইপলাইনে তারা পরিস্রুত পানীয় জল পাচ্ছেন না। পাইপ লাইন দিয়ে ঝিরঝির করে যে জল আসে তা খাওয়ার অনুপযোগী।
এসব জল খেয়ে এলাকার মানুষজন অসুস্থ হয়ে পড়তে শুরু করেছেন।এসব বিষয়ে স্থানীয় নেতা এবং প্রশাসনের কর্মকর্তাদের জানিয়েও কোন প্রতিকার মিলেনি।এলাকাবাসী জানিয়েছেন অবিলম্বে তাদের এলাকায় পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করা না হলে জল বাহিত রোগে আক্রান্ত হয়ে প্রাণহানির যথেষ্ট আশঙ্কা রয়েছে।দীর্ঘদিন ধরে পাইপলাইনে পরিস্রুত পানীয় জল পেয়ে অভ্যস্ত ওইসব এলাকার মানুষজন এর বিকল্প জলের কোন উত্স নেই।
স্বাভাবিক কারণেই পাইপলাইনের পানীয় জলে তাদের একমাত্র ভরসা।বিগত এক বছর ধরে পরিস্রুত পানীয় জল সরবরাহ না করার ফলে এলাকার মানুষজন অসহায় হয়ে পড়েছেন। অবিলম্বে তাদের এলাকায় পাইপলাইনে পরিস্রুত পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা করার দাবিতে সোমবার তারা পথ অবরোধ করেন। অবরোধের খবর পেয়ে দেওয়ানগঞ্জ ফাঁড়ি থানার পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ ছুটে আসেন। অবরোধকারীদের সঙ্গে তারা আলোচনায় বসেন।
আলোচনাকালে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় খুব শীঘ্রই এলাকায় পরিস্রুত পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা করা হবে।প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পর এলাকাবাসী পথ অবরোধ প্রত্যাহার করে নেন।তবে তারা হুঁশিয়ারি দিয়েছেন প্রতিশ্রুতি অনুযায়ী পরিস্রুত পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন।