পাবনা কলোনি MSYFC ক্লাবের পক্ষ থেকে সাংস্কৃতিক পদযাত্রা

অপু দেবনাথ,হলদিবাড়ি:’আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির ‘ শুনলেই মনে পড়ে মহালয়ার ভোর । পুরাণ মতে , মহিষীর ছেলে মহিষাসুর ত্রিলোকে আধিপত্য বিস্তরের ইচ্ছায় ব্রহ্মাকে সন্তুষ্ট করে বর লাভ করেন । এরপর শুরু হয় তার দৌরাত্ম্য । মর্ত্য ও স্বর্গ দখল করলে দেবতারা সাহায্যের জন্য ত্রিদেবের কাছে যান । তখন মহিষাসুরকে বধ করতে আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে ত্রিদেবের সম্মিলিত শক্তি থেকে জন্ম হয় মহামায়া দেবী দুর্গার । দেবী দুর্গার জন্মতিথিই আমাদের কাছে মহালয়া নামে পরিচিত। আজ মহালয়ার পূণ্য তিথিতে পাবনা কলোনি MSYFC ক্লাবের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক পদযাত্রা বের করা হয় হলদিবাড়িতে । রবিবার সকালে যাত্রাটির শুরু হয় হলদিবাড়ি শহরের পাবনা কলোনির থেকে । তারপর হলদিবাড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে,পাবনা কলোনিতে এসে যাত্রার সমাপ্তি হয় । উপস্থিত ছিলেন পাবনা কলোনি পড়ার মহিলারা এবং ক্লাব সদস্যরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *