পারমেখলিগঞ্জ অঞ্চলের গোকুরার পাড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো বিদ্যুৎ দপ্তরের এক অস্থায়ী কর্মীর
বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি;বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো বিদ্যুৎ দপ্তরের এক অস্থায়ী কর্মীর ।ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের পারমেখলিগঞ্জ অঞ্চলের নয়ার হাটের গোকুরার পাড় এলাকায়। রবিবার সকাল ১১ টায় নাগাদ হৃদয় রায় নামে এক ব্যক্তি । তাঁর এক প্রতিবেশীর বিদ্যুতের তার লাগাতে ওই যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে ।এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করায় বিদ্যুতের শক খেয়ে সেখানে ঝুলে থাকে।পরে সেখানকার প্রতিবেশীরা দেখতে পেয়ে পাশে ট্রান্সফর্মার বন্ধ করায় মাটিতে পড়ে যায় সে।পরে তাঁকে হলদিবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে খবর হৃদয় রায় বিদ্যুৎ দপ্তরের এক অস্থায়ী কর্মী ছিলেন।ঘটনার আকস্মিকতার এলাকায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।