পারিবারিক অশান্তির জেরে মৃত এক গৃহবধূ বলে অভিযোগ
নিউজ ডেস্ক,সিতাই: সিতাই থানা এলাকার চামটা অঞ্চলের আঠারোজনী গ্রামে মঙ্গলবার সকালবেলা একটি পরিবারের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার বাঁধে । ওই ঝগড়ার জেরে গৃহবধূটির মৃত্যু হয় বলে জানা যায়। মৃতার বাবা আজিজার মিয়ার অভিযোগ মেয়ে-জামাইয়ের ঝগড়ায় জামাই মেয়েকে মাঝেমধ্যেই মারধর করে। মঙ্গলবার সকাল বেলা নিত্য দিনের মতো একইভাবে তাদের ঝগড়াঝাঁটি শুরু হয় এবং জামাই মেয়েকে মারধর করা শুরু করে, মারের চোটেই নাকি মেয়ে ঘরের ভিতরে ঢুকে গলায় ফাঁস দেয়।মেয়ের বাড়িতে গিয়ে এমনটাই জানতে পেয়েছেন বলে জানালেন ওই গৃহবধূটির পিতা আজিজার মিয়া।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, সকালবেলা ঘরের মেঝে লেপনের কাজ করছিল ওই গৃহবধূ কিন্তু তার স্বামী আমিনুর মিয়া ওরফে আইনুল মিয়া অতর্কিত ওই গৃহবধূকে মারধর করে বলে এলাকাবাসীর বয়ানে জানা যায়। দুই কন্যা সন্তানের জননী মাহমুদা খাতুনের এক মেয়ে সাত মাসের আর এক মেয়ে তিন বছরের। মৃতা মাহমুদার বড় মেয়ে তার চোখে দেখা সমস্ত ঘটনাই গলগল করে বলে যাচ্ছেন।
এই ঘটনায় সিতাই থানার আইসি প্রবীণ প্রধান জানান, সকালবেলা চামটা এলাকায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, উদ্ধারের সময় সেখান থেকে ওই ঘটনায় জড়িত সন্দেহে একজন মহিলাকেও তুলে নিয়ে আসা হয়েছে। পুলিশ জানান মহিলাটিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তীতে বিষয়টি আরো গভীরভাবে তদন্ত করা হবে। মৃত গৃহবধূ মাহমুদা খাতুন এর মরদেহ পুলিশের তরফে থানায় নিয়ে আসা হয়েছে এবং সেটিকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে তারা জানান।