পার্শ্ব শিক্ষকদের সমস্যার স্থায়ী সমাধানের দাবি উঠলো
বিদ্যুৎ কান্তি বর্মন, ফালাকাটা:-তৃণমূল পার্শ্ব শিক্ষক উত্তরবঙ্গ সাংগঠনিক ও নির্বাচনী সমন্বয় সভা অনুষ্ঠিত হলো শনিবার। আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় । এদিন শনিবার পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির আলিপুরদুয়ার জেলা কমিটির উদ্যোগে কমিউনিটি হলে এদিন সভা অনুষ্ঠিত হয়। এদিন সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির জেলা জেলা সভাপতি রাজু মিশ্র অভিযোগ করেন পার্শ্ব শিক্ষকদের রাস্তায় নামিয়ে উস্কে দিয়ে বিরোধী দল বিজেপি সরকারের বিরুদ্ধে রাজনীতি করছে। কিছু সংখ্যক পার্শ্ব শিক্ষকের রাস্তায় নামিয়ে তারা দেখাতে চাচ্ছে তারা সরকারের পাশে নেই। তৃণমূল কংগ্রেস পার্শ্ব শিক্ষকদের সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। আগামী দিনে রাজ্যের প্রতি বিধানসভা কেন্দ্রে পার্শ্ব শিক্ষকরা তৃণমূল কংগ্রেসের পাশে থেকে নির্বাচনী লড়াই করবেন বলেও দাবি করেন তিনি। এর সাথে তিনি দলকে পার্শ্ব শিক্ষকদের দাবি পূরণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন। আজকের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর কল্যাণ মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন,পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির রাজ্য সভাপতি রমিউল ইসলাম শেখ, তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি সুভাষ রায়, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আব্দুল মান্নান, ব্লক যুব সভাপতি শুভব্রত দে, পার্শ্ব শিক্ষক সমিতির জেলা সভাপতি রাজু মিশ্র সহ অন্যান্য নেতৃত্ব।