পিঠে পুলি উৎসব
বিদ্যুৎ কান্তি বর্মন,ফালাকাটা: পৌষ সংক্রান্তি উপলক্ষে পিঠেপুলি উৎসব পালিত হলো ফালাকাটা জুনিয়র বেসিক স্কুলে শনিবার। জানাযায় রবিবার ছুটির দিনে পৌষ সংক্রান্তি পড়েছে, ফলে স্বাভাবিক ভাবে স্কুল বন্ধ থাকছে। কিন্তু ছাত্র-ছাত্রীদের আবদার মেনে পৌষ সংক্রান্তির পিঠেপুলি উৎসব পালন করা হলো ফালাকাটা জুনিয়র বেসিক স্কুলে এদিন প্রায় ২০০ জন ছাত্রছাত্রীকে নিয়ে পৌষ সংক্রান্তির পিঠে পুলি উৎসব পালন করা হয় বলে স্কুল সূত্রে যাওয়া যায়। এই বিষয়ে ফালাকাটা জুনিয়র বেশি স্কুলের সহকারি শিক্ষক বাদল সরকার বলেন