পুকুর সংস্কারে বিডিওকে স্মারকলিপি

পুকুর সংস্কারের উদ্যোগ নিতে বিডিওকে স্মারকলিপি প্রদান জিকোরঐতিহাসিক জটিলেশ্বর মন্দিরের সরোবর সংস্কারের আবেদন জানিয়ে বিডিওকে স্বারক লিপি প্রদান করলেন জিকো অর্থাৎ গ্লোবাল এনভায়রনমেন্ট কনজারভেটিভ ওরগানাইজেশন। বুধবার ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দীর হাতে স্বারক লিপি তুলে দেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য কৌশিক রায় সহ অন্যান্য সদস্যবৃন্দ। উল্লেখ্য, ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্বদেহর গ্রামে অবস্থিত উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীন শিবতীর্থ জটিলেশ্বর মন্দির। এই মন্দিরের পূর্ব দিকে রয়েছে একটি সুবিশাল সরোবর। যা বছরের বিভিন্ন সময়ে পদ্ম ফুলে ভরে থাকত কিন্তু কয়েক বছরে পাল্টে গেছে পুরোনো ছবিটাই। সংস্কারের অভাবে সাম্প্রতিক কালে কচুরি পানায় ভরে গেছে সম্পূর্ণ সরোবর। যার ফলে সেগুলি পচে গিয়ে দূষণের জেরে ভরাট হয়ে যেতে বসেছে এই অগভীর জলাশয়। দিন দিন কচুরিপানা বৃদ্ধি পাওয়ার জলে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে দূষণের মাত্রা বেড়েই চলেছে। ফলে অক্সিজেনের অভাবে অস্তিত্ব হারিয়ে ফেলছে বহু জলজপ্রানী। হারিয়ে যেতে বসেছে পুকুরের অতীতের গৌরব। তাই হৃত গৌরব পুনঃরুদ্ধারে এবং জলাশয়ের জীবভারসাম্য রক্ষায় এগিয়ে এলেন পরিবেশপ্রেমী এই সংগঠনটি। আগামীদিনে যাতে এই জলাশয় আগের মতো অবস্থায় ফিরে আসে সেই বিষয়ে সরোবরটি সংস্কারের আবেদন জানানো হয়েছে বলে স্পষ্ট করেছেন তারা। তাদেরকে আশ্বস্ত করে অবশ্য এবিষয়ে ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী জানিয়েছেন,”খুব শীঘ্রই মন্দিরের সরোবরটি সংস্কার করা হবে। এছাড়াও পুকুরের সৌন্দর্যায়ন করতে কাজ শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *