পুজোর আগেই বোনাস, খুশি চা শ্রমিকরা

সুব্রত রায়, ধূপগুড়ি: পুজোর আগেই রাজ্য সরকার চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস প্রদানের ঘোষণা করায় খুশি চা বাগানের শ্রমিকরা। করোনার মধ্যে চা বাগানে কাজকর্ম তুলনামূলক ভাবে কম হয়েছিল। তাই বোনাস নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিলো শ্রমিকরা। তবে চা শ্রমিকদের যাতে পুজোর আগে ২০ শতাংশ বোনাস প্রদান করা হয় তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিল ভারতীয় মূলনিবাসী আদিবাসী বিকাশ পরিষদ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো। আর সেই আবেদনে সাড়া দিয়ে ২০ শতাংশ বোনাস প্রদানের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এমনকি মালিকপক্ষ মেনে নিয়েছে এই নির্দেশিকা। তাই খুশির হাওয়া চা বলয়ে।
শনিবার গয়েরকাটাতে ভারতীয় মূলনিবাসী আদিবাসী বিকাশ পরিষদের পক্ষ থেকে রাজ্য সম্পাদক রাজেশ লাকড়া সাংবাদিক সম্মেলন করে জানান, “আমাদের আবেদনে সাড়া দিয়ে ২০ শতাংশ বোনাস প্রদানের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। তাই আমরা সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি ।”
যখন করোনা আবহের মধ্যে বিভিন্ন শিল্পে তার প্রভাব পড়েছে, কর্মহীন হয়েছেন বহু শ্রমিক । তখন সেই জায়গায় দাঁড়িয়ে চা বাগান শিল্পে কিন্তু শ্রমিকদের ছাঁটাই করা হয়নি। পাশাপাশি রাজ্য সরকারের ঘোষণা মত ২০ শতাংশ বোনাস দিতেও রাজি হয়েছে বাগান কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *