পুরস্কৃত প্রধান শিক্ষক প্রদীপ বাবু

নিউজ ডেস্ক, শিলিগুড়ি:বিগত দু বছর কোভিড কালে স্কুলের পঠন পাঠন ও অন্যান্য কাজ কর্মে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য সাহুডাঙ্গীহাট পি কে রায় হাইস্কুলের প্রধান শিক্ষক হিসাবে আচার্য্য সম্মাননা 2022 পুরস্কার প্রদান করা হয়েছে প্রদীপ বাবু কে। এই পুরস্কার গ্রহণ করার পর তিনি মনে করেন এই সম্মান এই স্কুলের সমস্ত ছাত্র ছাত্রী , শিক্ষক, অশিক্ষক কর্মচারীদের সবার ।
প্রধান শিক্ষক হিসাবে তিন বছর দায়িত্ব নেওয়ার স্বল্পকালে জেলার একটা প্রান্তিক স্কুল যে জেলার শতাব্দী প্রাচীন স্কুলগুলোর সাথে এক মঞ্চে উঠে পুরস্কার নিতে পারছে তা একমাত্র ওনার ক্রিয়েটিভ চিন্তা ভাবনা ও লাগাতার প্রয়াস এবং এই বিদয়ালয় কে জেলার শ্রেষ্ঠ স্কুল করার দৃড় প্রতিজ্ঞা ।নিজের অক্লান্ত পরিশ্রমের ফলে পাওয়া এই সম্মানজনক আচার্য পুরস্কার তিনি উৎসর্গ করেছেন উনার প্রিয় ছাত্র ছাত্রীদের ( বর্তমান এবং প্রাক্তন দের ) এমন উদার মনের মানুষ বর্তমান সময়ে সত্যি খুব কম দেখা যায়। এমন প্রধান শিক্ষকের অক্লান্ত ও নিরলস প্রচেষ্টা ছাড়া কোনোমতেই সম্ভব ছিলো না এক অখ্যাত স্কুল কে বিভিন্ন বিষয়ে জলার বিখ্যাত স্কুলে পরিণত করা। আরও সম্ভব ছিলো না এই স্কুলের সমস্ত অভিভাবক অভিভাবিকাদের সাথে প্রধান শিক্ষকের সম্পর্কই হোক কিংবা ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষক-শিক্ষিকাদের সম্পর্কই হোক আজ এমন অটুট আত্মিক বন্ধনে আবদ্ধ করেছেন বর্তমান প্রধান শিক্ষক প্রদীপ বাবু, যা এই এলাকার অন্যান্য স্কুলে সাধারণত দেখা যায় না এমনকি এই স্কুলেও কয়েক বছর আগেও দেখা যেত না। এমন বন্ধুসুলভ শিক্ষাবিদ প্রধান শিক্ষকের আগমন ঘটুক প্রতিটি স্কুলে তবেই শিক্ষাঙ্গনে প্রকৃত শিক্ষার পরিবেশ এবং শিক্ষা গ্রহণের সাথে সাথে ছাত্র ছাত্রী রা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হবে বলে আশা করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *