পুলিশের গোপন অভিযানে সাহেবগঞ্জে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী

রাহুল দেব বর্মন, সাহেবগঞ্জ – গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাত দশটা নাগাদ সাহেবগঞ্জ থানার কর্তব্যরত পুলিশ আধিকারিকরা বামন হাট হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে আটক করে এক অনুপ্রবেশকারী বাংলাদেশীকে। বাংলাদেশী অনুপ্রবেশকারীর নাম মহ: শাকিল (বয়স ২৪)।

সাহেবগঞ্জ পুলিশের প্রাথমিক অনুমান যে বর্ডার সিকিউরিটি ফোর্সের নজর এড়িয়ে রাতের অন্ধকারে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় প্রবেশ করে এই অনুপ্রবেশকারী।

ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী আদৌ গরু পাচারের সঙ্গে যুক্ত নাকি এর পিছনে আরও বড় রহস্য আছে তা নিয়ে তদন্ত চালাচ্ছে সাহেবগঞ্জ থানার পুলিশ।

তবে বিধানসভা নির্বাচনের আগে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে চিন্তায় প্রশাসন।
কেননা এই সীমান্তবর্তী এলাকা দিয়েই বিভিন্ন রকম চোরাচালান, অস্ত্র চালান, ও নানা রকম বেআইনি কাজ হয়ে থাকে।

তবে কি বিধানসভা নির্বাচনের আগেই এই অনুপ্রবেশকারী ভারতে ঢুকে কোন বড়োসড়ো বে-আইনি কোন কাজ করতে এসেছে, তা নিয়ে প্রশ্ন বিভিন্ন রাজনৈতিক মহলে। সাহেবগঞ্জ থানার পুলিশ আধিকারিক জানান ধৃত ব্যক্তিকে দিনহাটা আদালতে হাজির করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *