পুলিশ দিবস ও গাজোল থানার দেড়শ বছর পূর্তি উদযাপন
আব্দুল ওহাব, মালদা: মালদা জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় গাজোল থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে প্রবল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পুলিশ দিবস ও গাজোল থানার ১৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয় গাজোল বিদ্রোহী মোড় এলাকায়।প্রথমে এই দিন উপলক্ষে কেক কেটে গাজোল থানা থেকে একটি রেলি বের হয়ে গাজোল বিদ্রোহী মোরে যান সেখানে পুলিশ দিবস ও গাজোল থানার দেড়শ (১৫০) বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে হেলমেট বিতরণ ও ফুটবল বিতরণ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ মালদা জেলার অন্যান্য পুলিশ আধিকারিক , গাজোল থানার আইসি আশিস কুন্ডু সহ অন্যান্য পুলিশ আধিকারিক বিন্দু। উপস্থিত ছিলেন গাজোল বিডিও সুদীপ্ত বিশ্বাস সহ গাজোল ব্লকের প্রবীণ নাগরিক বিন্দু। পুলিশ দিবস ও গাজোল থানার দেড়শ (১৫০) বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পুলিশের পক্ষ থেকে পুলিশ অফিসারদের ও গাজোল ব্লকের প্রবীণ নাগরিক বিন্দুদের সংবর্ধনা জ্ঞাপন করে থাকে।
