পুলিশ পাবলিক ফ্রেন্ডশিপ টুর্নামেন্টে ময়নাগুড়ি থানা চ্যাম্পিয়ন বার্নিশ
ময়নাগুড়ি, ৩ সেপ্টেম্বর : জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে আয়োজিত জলপাইগুড়ি কাপ ২০২৫ এর পুলিশ এন্ড পাবলিক ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্টে ময়নাগুড়ি থানা চ্যাম্পিয়ন হল বার্নিশ গ্রাম পঞ্চায়েত। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয় ইয়ং স্টার ক্লাব। জানা গিয়েছে, গত ১৫ আগষ্ট থেকে ময়নাগুড়ি থানার পক্ষ থেকে শুরু হয় ১৬ দলীয় পুরুষ এবং মহিলা ফুটবল টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল বুধবার ময়নাগুড়ি ফুটবল ময়দানে। এদিনের এই ফাইনাল খেলা উপলক্ষ্যে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার খান্ড বাহালে উমেশ গনপত, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ ) সমীর আহমেদ, ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী, বিডিও প্রসেনজিৎ কুন্ডু,বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় সহ প্রমুখরা। বুধবার অনুষ্ঠিত হওয়া এই ফাইনাল খেলায় বেলুন এবং সাদা পায়রা উড়িয়ে সূচনা করা হয়। বলে কিক দিয়ে খেলার শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার খান্ড বাহালে উমেশ গণপত। এদিনের এই ফাইনাল খেলায় মহিলা বিভাগে অংশ নেয় রামমোহন রায় ফ্যানস ক্লাব এবং ইয়ং স্টার ক্লাব। মহিলার খেলায় ৩-০ গোলে জয় লাভ করে ইয়ং স্টার ক্লাব। অন্যদিকে, পুরুষ বিভাগে অংশ নেয় বার্নিশ গ্রাম পঞ্চায়েত এবং খাগড়াবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত। খেলায় বার্নিশ গ্রাম পঞ্চায়েত ১-০ গোলে জয়লাভ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
