পূজা কমিটির সঙ্গে বৈঠকে বসলেন বিধায়ক তথা পর্যটন মন্ত্রী গৌতম দেব
সঞ্জয় হালদার, শিলিগুড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন দূর্গা পূজো উপলক্ষ্যে প্রত্যেকটি পূজা কমিটিকে ৫০ হাজার টাকা করে সরকারি সমর্থন সহ পঞ্চাশ শতাংশ বিদ্যুৎ বিল এবং লোকাল ট্যাক্স ছাড়ের ঘোষনা করেছেন এই তীব্র আর্থিক সংকটের মধ্যেও। শুক্রবার র্মৈনাক ট্যুরিস্ট লজে গৌতম দেবের উপস্থিতিতে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার চারটি অঞ্চলের ২০ টি পূজা কমিটি এবং বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিলিগুড়ির ১৪ টি ওয়ার্ডের ৪৬ টি পূজা কমিটির সঙ্গে বৈঠক হলো ।মোট এই ৬৬ টি পূজা কমিটি কোনোটি ১০ বছর, ৮ বছর আবার কোনোটি ৫ বছর ধরে পূজো করে আসছে । এদের মধ্যে বেশির ভাগই মহিলা গোষ্ঠী দ্বারা পরিচালিত । পুজোর পারমিশন না থাকাতে তারা নিজেদের উদ্যোগে এই পূজা গুলো করে থাকেন । পূজো পারমিশনের জন্য তাদের আবেদনের ভিত্তিতে পূজো করতে স্থানীয় ভাবে যাতে কোন প্রসাশনিক অসুবিধার সম্মুখীন হতে না হয় সেটা গৌতম দেব এলাকার বিধায়ক হিসেবে সর্বতোভাবে সাহায্য করবেন । সার্বজনীন এই পূজো গুলো যেন এগিয়ে যায় এবং অন্যান্য পুজো গুলোর মতো এরাও যাতে সমস্ত সুযোগ সুবিধা গুলো পায় তার জন্য একটি আলোচনা সভার আয়োজন করেন।