পেটলানেপরা ১১১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা দিয়ে বিক্ষোভ এলাকাবাসীর
বৃহস্পতিবার দুপুর একটার দিকে শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত পেতলা ১১১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা দিয়ে বিক্ষোভ এলাকাবাসীর, এলাকাবাসীর অভিযোগ নিয়মিত আসেন না অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী। শিশু , গর্ভবতী ও প্রসূতিদের নির্দিষ্ট পরিমাণ খাবার দেওয়া হয় না । মাঝে মধ্যেই মেলে না সেদ্ধ ডিম। এমনই অভিযোগ উঠেছে শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত পেটলা নেপরা ১১১ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর বিরুদ্ধে। যদিও এদিন সংবাদ মাধ্যমে ওই অঙ্গনারী কেন্দ্রের কর্মী জানান শারীরিক অসুস্থতার কারণে আজ তিনি আসেননি। বৃহস্পতিবার দুপুর একটার দিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তাকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা এবং অঙ্গনারী কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন এলাকাবাসী,
এ বিষয়ে শীতলকুচির সিডিপিও প্রীতম ব্যানার্জি বিকেল চারটার দিকে জানায় বিষয়টি প্রাথমিক পর্বে জানা থাকলেও বিষয়টি জানার পর খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।