পেশায় ছেদ, রাখি পরিয়ে সংবর্ধনা সাপুড়েদের
ময়নাগুড়ি, ২২ আগস্ট : ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের পক্ষ থেকে রবিবার সাপুড়েদের সংবর্ধনা দেওয়া হলো। রবিবার ময়নাগুড়ির টেকাটুলী এলাকায় ছয় জন সাপুড়েকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা নেওয়ার পাশাপাশি এদিন তারা পরিবেশ প্রেমী সংগঠনের সামনে অঙ্গীকার বদ্ধ হন যে ভবিষ্যত প্রজন্মকেও তারা এই পেশার সাথে যুক্ত করবেন না।
ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বকশিরডাঙ্গা এলাকার বেশ কিছু মানুষ দীর্ঘদিন যাবৎ সাপ খেলা দেখিয়ে আসতেন। এই পেশা তাদের পূর্বপুরুষদের কাছ থেকেই অর্জিত ছিল। কিন্তূ বর্তমানে সরকারের বিধিনিষেধ এবং পরিবেশ আইনের জন্য তারা সেই পেশা ছেড়ে দিয়ে বিভিন্ন ধরনের পেশায় যুক্ত হয়ে নিজেদের জীবিকা নির্বাহ করে আসছেন। আগে গ্রামে গ্রামে গিয়ে সাপ খেলা দেখিয়ে যা উপার্জন হত তাই দিয়েই কোনো রকমে দিন পাত করতেন তারা। বর্তমানে পূর্বপুরুষদের এই পেশা থেকে নিজেদেরকে আলাদা করে বিভিন্ন পেশায় যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছেন। আর তাদের এই মহৎ কাজকে সম্মান জানিয়ে এবং অন্য পেশায় যুক্ত থেকে কাজ করার উৎসাহিত করতে রবিবার সংবর্ধনা প্রদান করলেন ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠন। রবিবার রাখী পূর্ণিমা উপলক্ষ্যে টেকাটুলী এলাকায় তাদের হাতে রাখী পড়িয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেন। রাখী পড়ানোর পাশাপাশি এদিন তারা অঙ্গীকার বদ্ধ হন যে তারা তাদের পরবর্তী প্রজন্মকে এই পেশায় যুক্ত করবেন না। রাখী পড়িয়ে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাদের মিষ্টি মুখ করান।
ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু কুমার রায় বলেন, ” তাদের এই মহৎ কাজকে আমরা সম্মান জানাই। তারা সাপ খেলা দেখানো ছেড়ে দিয়ে নিজেদের জীবিকা পরিবর্তন করেছে এতে তাদের আমরা সাধুবাদ জানাই। এর পাশাপাশি এদিন তারা অঙ্গীকার বদ্ধ হন যে তাদের ভবিষ্যৎ প্রজন্মকেও এই পেশা থেকে যাতে বিরত রাখেন। তাই আমরা তাদের রাখী পড়িয়ে সংবর্ধনা দিয়ে মিষ্টি মুখ করালাম।”