প্রতিকৃতি স্থাপন নিয়ে বিধানসভায় স্মারকলিপি প্রদান
নিউজ ডেস্ক, বিধানসভা:বৃহস্পতিবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তরবঙ্গ তথা উত্তর-পূর্ব ভারতের রাজবংশী কামতাপুরী সমাজের দুজন মহাপুরুষ রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা ও বিশ্ব মহাবীর চিলা রায় (শুক্লধ্বজ) এর প্রতিকৃতি বিধানসভা ভবনে লাগানোর জন্য এবং তাদের জন্মদিন ও তিরোধান দিবস পালন করার জন্য আবেদন জানিয়ে উত্তরবঙ্গের রাজবংশী কামতাপুরী সমাজ সহ অন্যান্য সমস্ত সমাজের ২২ জন বিধায়ক স্বাক্ষর করে অধ্যক্ষ মহাশয়ের কাছে একটি স্মারকলিপি জ্ঞাপন করেন। এই সময়ে অধ্যক্ষ ঘরে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, গঙ্গারামপুর এর বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়, ডাবগ্রাম ফুলবাড়ীর বিধায়ক শিখা চ্যাটার্জি, মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন, ময়নাগুড়ির বিধায়ক কৌশিক রায় এবং মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মন। অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় এই ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে বলে খবর।