প্রতিবাদ করার পর পরই একই পরিবারের আক্রান্ত ৪ জন
নিউজ ডেস্ক, হরিশ্চন্দ্রপুর: সরিষার জমিতে জল দিয়ে দেওয়াই নষ্ট সরিষা। তার প্রতিবাদ করাই আক্রান্ত একই পরিবারের চারজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে হরিশ্চন্দ্রপুর থানার সাকিম ট্যন্ঠা ঘাট এলাকায়। পরিবার সূত্রে জানা যায় আক্রান্তরা হলেন আব্দুল লতিব ৫৬, আব্দুল মাতিন ৫৩, আব্দুল কায়েস ৫০, ও আব্দুল তাহির ৩৩, জানাজায় এদিন সকালের দিকে সরিষার জমিতে জল দিয়ে দেয় পার্শ্ববর্তী জমির মালিক মাসুদ উদ্দিন। এই খবর সরিষার জমির মালিক আব্দুল লতিব জানতে পারেন বিকেলের দিকে। এরপর জমিতে গিয়ে দেখে জমিতে জল আটকে রয়েছে। এই জল আটকে থাকলে জমির সরষে নষ্ট হয়ে যাবে। এই নিয়ে প্রতিবাদ করতে যাই সর্ষের জমির মালিক আব্দুল লতিব। এরপর তাকে হাসোয়া দিয়ে মাথায় আঘাত করে পার্শ্ববর্তী জমির মালিক মাসুদ উদ্দিন। এরপর খবর পাই পরিবারের লোকজনেরা। পরিবারের দুই ভাই ও আব্দুল লতিফের এক ছেলে ওই জমিতে ছুটে যায়। তাদের কেউ ধারালো অস্ত্র দিয়ে মাসুদ উদ্দিন তার দলবল নিয়ে সরিষার জমির মালিক ও তার পরিবারের উপর চড়াও হয়। তাতে সরিষার জমির মালিকের পরিবারের চারজন গুরুতর আহত হন। কোনরকম বাড়ি এসে পৌঁছায় তারা। পরিবারের লোকজনেরা তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চারজনের অবস্থা আশঙ্কা জনক হওয়াই। চিকিৎসক এদিন রাত নটা নাগাদ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।