প্রতীকি ধর্ণা
মহম্মদ রাসেল, ক্রান্তি:তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন ক্রান্তি ব্লক কমিটির উদ্যোগে ক্রান্তি বাজার দলীয় কার্যালয়ের সামনে চা বাগানের শ্রমিকরা একদিনের প্রতীকি ধর্নায় বসেছেন।ধর্না মঞ্চ থেকে শ্রমিকরা কেন্দ্রীয় সরকার প্রভিডেন্ট ফান্ড সুদ কমাতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।এদিন ক্রান্তি ব্লক সভাপতি মেহেবুব আলম ধর্না মঞ্চ থেকে বলেন কেন্দ্রীয় সরকার শ্রমিক বিরোধী তাই আজকে শ্রমিকদের স্বার্থহানি করছেন,পি এফ সুদ কমানো তার উদাহরন।তিনি সকল শ্রমিকদের একতাবদ্ধ হয়ে কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতি গুলির বিরুদ্ধে সংগ্রাম করতে আহ্বান জানালেন।ক্রান্তি ব্লক চা বাগান শ্রমিক ইউনিয়ন সভাপতি পরিশ্রম চিক বাড়াইক জানালেন রাজ্য শ্রমিক নেতৃত্ব নির্দেশ কেন্দ্রীয় সরকার যে শ্রমিকদের পি এফ আগে ছিলো ৮.৫০℅ সুদ এখন তা কমে করা হলো ৮.১০% সুদ তাই আমরা শ্রমিকরা জেলায় প্রতিটা ব্লকে ধর্ণায় বসেছি,কেন্দ্রীয় সরকার যদি পি এফ সুদ না বাড়ায় আমরা মাধ্যমিক পরীক্ষার পরে বৃহত্তর আন্দোলনে করবো।এদিনের ধর্ণা মঞ্চে মহিলা শ্রমিকদের উপস্তিথি ছিলো যথেষ্ট।