প্রথম বর্ষ সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হল ভাটিবাড়ী বিএড কলেজে।
রিপন রায়ঃ- প্রথম বর্ষ সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হল আলিপুরদুয়ার জেলার ভাটিবাড়ী ইষ্টার্ন ডুয়ার্স বিএড ট্রেনিং কলেজে । অনেক ছাএ-ছাত্রী এই কলেজ থেকে বিএড ও এমএড ডিগ্রী অর্জন করে শিক্ষকতার কাজে যুক্ত হয়েছেন এই কলেজেই। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্ত এমনকি উওরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এই কলেজে বিএড ও ডিএড করার জন্য বছরের একটা নির্দিষ্ট সময়ে অনেক ছাএ-ছাত্রীরা আসে। এদিন কলেজে প্রথম বর্ষ সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ কলেজের প্রিন্সিপাল ড. মিঠু দেব, মাথাভাঙ্গা কলেজের প্রিন্সিপাল ড. দেবাশীষ দত্ত, শামুকতলা সিধু কানু কলেজের প্রিন্সিপাল আশুতোষ বিশ্বাস এ ছাড়া ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও ইস্টার্ন ডুয়ার্স বিএড ট্রেনিং কলেজের গেস্ট টিচার নৃপেন্দ্র চন্দ্র সরকার সহ অন্যান্যরা ।