প্রথম বোর্ড মিটিং
নিউজ ডেস্ক,ফালাকাটা : ফালাকাটা নতুন পুরসভার প্রথম পুরো বোর্ডের বোর্ড মিটিং হল পুরসভার সভাকক্ষে । প্রথম বোর্ড মিটিংয়ে ফালাকাটার পুরসভার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় । এরমধ্যে মূল যে বিষয়টি উঠে আসে সেটি হল পুরসভার আয় বাড়ানো এর জন্য বিভিন্ন দিক থেকে কিভাবে কর আদায় করা সম্ভব সেই বিষয় নিয়ে আলোচনা হয় ।ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো থেকে ট্রেড লাইসেন্স বাবদ কর আদায় এবং পুরসভা এলাকার বিভিন্ন বাড়িতে কি ধরনের কর ধার্য করা হবে সেই বিষয় নিয়েও আলোচনা হয় । বাড়ি ঘরের জন্য সেন্ট্রাল অ্যাসেসমেন্ট টিমকে আনিয়ে পুরোটা অ্যাসেসমেন্ট করে কর নেওয়া হবে ।সে বিষয়ে আলোচনা হয় তবে আপাতত যতদিন পর্যন্ত এই সেন্ট্রাল অ্যাসেসমেন্ট টিম না আসে ততদিন পর্যন্ত সেই বাড়ির মালিকের সেল্ফ ডিক্লারেশন নিয়ে সেই বাড়ির ট্যাক্স গ্রহণ করা হবে ।এমনটাই সিদ্ধান্ত হয় । সামনে চলে আসছে বর্ষা এই বর্ষার মৌসুমে ফালাকাটার বিভিন্ন নিকাশি নালার সেগুলো খুবই দুর্বিষহ হয়ে উঠেছে । সেই নিকাশি ব্যবস্থা নিয়েও আলোচনা হয় । এছাড়াও ফালাকাটার ট্রাক টার্মিনালে সরিয়ে শহরের বাইরে নিয়ে যাওয়া এবং ফালাকাটার মরা মুজনাই ফালাকাটার হাতি নালাও সাপটানা নদীর সংস্কার এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এই প্রথম বোর্ড মিটিংয়ে এবং ফালাকাটা পুরসভাকে তিনটি জোনে ভাগ করে তার সার্বিক উন্নয়নের কাজ করা হবে এই সকল বিষয় নিয়েই প্রথম বোর্ড মিটিংয়ে আলোচনা হয়।