প্রধানের অনুপস্থিতি, হয়রান সাধারন মানুষ

সৌমিত্র বর্মন, ফুলবাড়ি : দীর্ঘদিন থেকে মাথাভাঙ্গা ২ নং ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্যালয়ে না আসায় মঙ্গলবার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন বহু সাধারণ মানুষ। তাদের অভিযোগ,ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান ধনঞ্জয় অধিকারী দীর্ঘদিন থেকে কার্যালয় আসছেন না,ফলে প্রধানের সই নিতে এসে বারবার ফিরে যাচ্ছেন।স্বাভাবিকভাবেই হয়রান হচ্ছেন সাধারণ মানুষ।বিজেপির জেট পি ৫ নং মন্ডলের সাধারণ সম্পাদক প্রশান্ত বর্মন জানান, দীর্ঘ আট থেকে দশ মাস ধরে কার্যালয় আসছে প্রধান,ফলে প্রধানের সার্টিফিকেটের জন্য বহু সাধারণ মানুষ হয়রানি হচ্ছেন।তিনি অভিযোগ করেন ,শাসকদলের ঘনিষ্ঠদের প্রধান ব্যক্তিগতভাবে বাড়িতে ডেকে নিয়ে সই দিচ্ছেন। কিন্তু সবার পক্ষে তার বাড়িতে গিয়ে সই নিয়ে আসা সম্ভব নয়।ফলে বহু সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন।এর প্রতিবাদে এদিন এলাকার সাধারণ মানুষ বিক্ষোভ দেখান।খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। ঘোকসাডাঙ্গা থানার ওসি দেবাশীষ রায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বস্ত করেন এবং পরে তারা বিক্ষোভ তুলে নেন।

বিষয়টি নিয়ে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান ধনঞ্জয় অধিকারের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া না গেলে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।মাথাভাঙা ২ নং ব্লকের ভিডিও কমল কান্তি তলাপাত্র জানান, বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি যাতে প্রধান দ্রুত গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে তার কাজকর্ম শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *