প্রধানের অফিস রুমে দ্বিতীয়বার তালা ঝোলালো স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা
বিদ্যুৎ কান্তি বর্মন,সিঙ্গিজানি,১২আগস্ট: মাথাভাঙ্গা ২ নং ব্লকের বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান অফিস দ্বিতীয়বার তালা লাগাল বড় শৌলমারী জিপি গ্রামীন বিকাশ মহিলা সংঘ প্রাথমিক বহু মুখী সমবায় সমিতির শাখা গ্রুপের বিভিন্ন দলের মহিলারা।
জানা যায় স্বনির্ভর গোষ্ঠী প্রতিটি দলের জন্য বিরানব্বই হাজার টাকার একটি প্রকল্পের পোল্টি মুরগির ঘর আসে। কিন্তু সেই ঘর শুধু মাত্র শাসক দল তৃণমূল নেতাদের পরিবার লোকজনের ও আত্মীয়-স্বজনরা পেয়েছে ।এবং তারা সেটা নিজের দল থেকে পেয়েছে বলে দাবি করে। কিন্তু অপর দিকে বিডিও সাহেব বলে স্বনির্ভর গোষ্ঠীর সকলেই ঘরে কাজ করতে পারবে বলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে জানা যায়। এই পরিপ্রেক্ষিতে প্রায় ১মাস আগে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা গ্রাম পঞ্চায়েত অফিসের প্রধান এর ঘরে প্রথমবার তালা লাগায়। পরবর্তীতে প্রধান সাহেব তাদের আশ্বাস দেয় বিডিও সাহেবের মাধ্যমে বিষয়টিকে আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে। সেই কথা রাখতেই প্রধান মহাদেব বিশ্বাস বিভিন্ন দলকে চিঠি মারফত আলোচনা মিটিংয়ের ডাক দেন। কিন্তু মিটিং এ ঘরের সমস্যার সমাধান না করেই জয়েন বিডিও সাহেব হুট করে বেরিয়ে যান। পরবর্তীতে গ্রাম পঞ্চায়েত প্রধান মহাদেব বিশ্বাস ও পঞ্চায়েত সমিতির সদস্য পালিয়ে যান বলে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা মিনু বর্মন, প্রমীলা বর্মন, উর্মিলা বর্মন, প্রমিলা বর্মন সহ প্রমুখরা জানান।তারা আরও জানান প্রধান সাহেব কেন মিটিং ডেকে মিটিং এর সমস্যার সমাধান না করে পালিয়ে গেল , মহিলাদের কেন হেনস্থা করা হলো, স্বনির্ভর গোষ্ঠী তে কেন পার্টিগত রং লাগানো হচ্ছে। সমস্যার সমাধান করতে আমার আবারও তালা লাগিয়েছি আমরা চাই নতুন লিস্টের মাধ্যমে পুনরায় কাজ চালু হোক। ৪০০টি দলের মধ্যে ১০৫ টি দল কেন প্রকল্পের ঘর পাবে বাকি দলগুলো কি করেছে এর জবাব আমরা চাই।
এবিষয়ে বড় শৌলমারী জিপি গ্রামীন বিকাশ মহিলা সংঘ প্রাথমিক বহু মুখী সমবায় সমিতির সঙ্গের চেয়ারপারসন ঝর্ণা সান্যাল জানান আমরা বিষয়টা কিছুই জানি না কে বা কারা কিভাবে ঘর পেলো প্রথম থেকে আমরা বলে আসছি এ বিষয়ে আমাদের জানা নেই ।
অপরদিকে এবিষয়ে বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাদেব বিশ্বাস বলেন কে বা কারা কখন তালা মেরেছে আমার জানা নেই তবে এর আগে একবার মহিলারা অফিসে তালা লাগিয়ে ছিল সেটা মানছি। এ বিষয়ে সমাধানের জন্য আজকের মিটিং চিঠি মারফত ডাকা হয়েছিল। কিন্তু সেখানে জয়েন ভিডিও সাহেবা নিজেই সমস্যার সমাধান করতে না পারলে আমরা কি করব। এই প্রকল্পটি এনএস মারফত অতএব এন এস এবং বিডিও অফিস অধিকর্তার আই এ বিষয়ে ভালো জানবে।