প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে চাঞ্চল্য কোচবিহারে
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার : বিদ্যালয়ের ভেতরে ঢুকে প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল কোচবিহারে। আহত ওই শিক্ষক বর্তমানে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আক্রান্ত ওই প্রধান শিক্ষকের নাম প্রফুল্ল মজুমদার। তিনি কোচবিহার শহর সংলগ্ন মনীন্দ্রনাথ হাইস্কুলের প্রধান শিক্ষক। শনিবার হাসপাতালের বেডে শুয়ে তিনি জানান আমি এক বছর আগে ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। তারপর থেকেই বিদ্যালয়ের শিক্ষকদের একাংশ আমাকে নানাভাবে হেনস্থার চেষ্টা চালায়। তারা চায় আমি যাতে ওই বিদ্যালয়ে না থাকি। বিদ্যালয়ের কয়েকটি বিষয়ে শিক্ষকের শূন্যপদ রয়েছে। শুক্রবার বিদ্যালয়ের সহ শিক্ষকদের একাংশ বিদ্যালয়ে এসে সেই শূন্যপদ শনিবারের মধ্যে পূরণের জন্য দাবি করেন। আমি জানাই যে ইতিমধ্যে তার প্রক্রিয়া চলছে। কিন্তু তারা আমার ঘরে ঢুকে শূন্যপদ একদিনের মধ্যেই পূরণ করার জন্য হম্বিতম্বি করতে থাকেন। তখন আমি তাদের বুঝিয়ে বলি যে একদিনে তা করা সম্ভব নয়। এরপরেই ওই সহ শিক্ষকরা অভিভাবক প্রতিনিধিদের ফোন করে ডেকে নিয়ে এসে আমার ওপর চড়াও হন এবং আমাকে মারধোর করেন। কিল, চড়, ঘুষি মারতে থাকলে আমি অসুস্থ হয়ে পড়ি। এরপর খবর পেয়ে অন্যরা আমাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। বেধরক মারের চোটে শনিবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় আমাকে। এভাবে আমাকে মারধরের পেছনে বিদ্যালয়েরই একটি চক্রান্ত কাজ করছে। এই ঘটনার পেছনে পরোক্ষভাবে মদত রয়েছে স্কুলেরই একাংশ শিক্ষকের। তবে এর পেছনে কোনো রাজনৈতিক যোগ রয়েছে কিনা তা ওই শিক্ষককে জিজ্ঞাসা করা হলেও তিনি প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি। প্রধান শিক্ষককে এভাবে মারধরের ঘটনায় উদ্বিগ্ন শিক্ষামহল। এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবিতে ইতিমধ্যে সোচ্চার হয়েছে বিভিন্ন মহল।