প্রবল ঝড়ের কবলে বিদ্যুৎহীন বিধাননগরের অনেক এলাকা
মিন্টু সিংহ, বিধাননগর ২৭মে: আমফান বিদায়ের পর উত্তরবঙ্গ জুড়ে থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে পর পর দুই দিন ঝড় বৃষ্টির দরুন বিপর্যস্ত জনজীবন। ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের বুকধালা সংসদের তিনটি গ্রাম ঝড় বৃষ্টির কবলে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তিনদিন ধরে নেই বিদ্যূৎ সংযোগ। বিদ্যুতের খুঁটি উপরে গিয়েছে কোথাও আবার কোথাও গাছ পরে ছিড়ে গিয়েছে বিদ্যুতের তার। জানা গিয়েছে, সোমবার রাতে ঝড়ের ফলে বিদ্যুৎতের তার ছিড়ে পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। পরের দিন মঙ্গলবার সন্ধ্যায় আবার প্রবল ঝড়, বৃষ্টির ফলে বিদ্যুৎতের খুটি ভেঙ্গে পরে তার ছিড়ে যায়। বিদ্যুৎ দপ্তরের স্থানীয় অফিসে সমস্যার কথা জানানো হলে তারা বৃষ্টির জন্য কাজ শেষ করতে পারেনি। স্থানীয় গ্রামবাসীরা অপেক্ষা করছে কখন বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে। খবর লেখা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি।
অন্যদিকে ফাঁসিদেওয়া ব্লকের হেডমুরি গ্রাম পঞ্চায়েতের হালাল সংসদের এলাকার বিভিন্ন গ্রাম সহ ফাঁসিদেওয়া ব্লকের নানা জায়গায় ঝড়ের ফলে গাছপালা ভেঙে যায় ও ঘরের চাল উড়ে গেছে। বিদ্যুৎতের খুটি ভেঙে গেছে, তার ছিড়ে পরার খবর পাওয়া গেছে। এখনো অন্ধকারে ব্লকের অনেক জায়গা।